স্পিনার প্রজাতির ডলফিনটি কক্সবাজারের সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে।
Published : 30 Aug 2024, 10:55 PM
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র সৈকতে আবার ভেসে এল একটি মৃত স্পিনার ডলফিন।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার সোনারপাড়া উপকূলে ডলফিনটি ভেসে আসে বলে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান।
তিনি জানান, ডলফিনটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে। স্পিনার প্রজাতির ডলফিনটি আট ফুট দৈর্ঘ্য এবং ওজন ৯৫ কেজি। ২৪ ঘণ্টার মধ্যে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তরিকুল ইসলাম বলেন, ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাঁতগুলো সব ভোঁতা অবস্থায় ছিল। পেটে কোনো রকম খাবারও ছিল না। শরীরে পচনের কোনো চিহ্ন দেখা যায়নি।
বয়স্কজনিত কারণে ডলফিনটি মারা গেছে বলে ধারণা করছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা।
চলতি বছরের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সুগন্ধা, হিমছড়ি ও ইনানী সৈকতে পরপর দুটি ইরাবতী ও একটি হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন এবং একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইস ভেসে আসে। এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি হিমছড়ি সৈকতে একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।
২০২৩ সালের ৩০ মার্চ সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। একই বছরের ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা একটি ডলফিন ভেসে আসে।
২০২২ সালের ২৩ অগাস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। তার আগে ২০২০ সালের এপ্রিলে টেকনাফ সৈকতে দুটি মৃত ডলফিন ভেসে এসেছিল।