কুমিল্লার শহরতলীতে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ জানান।
নিহত মো. হাসান (২৪) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর এলাকায় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলা আহত হন হাসান।
স্থায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসান মসু গ্রুপের অনুসারী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি সনজুর মোরশেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।