বাড়ির কাঁঠাল গাছে মেছো বাঘ, উদ্ধার করল পুলিশ

শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 12:14 PM
Updated : 29 Jan 2023, 12:14 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেনের বাড়ি থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয় বলে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান।

উদ্ধার হওয়া প্রাণীটি মেছো বাঘ বলে জানিয়েছেন বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম।

তিনি বলেন, “এর উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর।

এটি গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে বলে জানান বন কর্মকর্তা।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো প্রাণীটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, “বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার জন্য বলা হয়েছে।“