“পুনরায় গ্যাস সরবরাহ না করা পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে।”
Published : 15 Jan 2024, 05:33 PM
গ্যাস সংকটের কারণে জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে গ্যাস সংযোগ বন্ধ করার পরই উৎপাদন বন্ধ হয়ে যায় বলে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান।
তিনি আরও বলেন, “পুনরায় গ্যাস সরবরাহ না করা পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে।”
কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন হয় এই কারখানায়।
এখানকার সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এরিয়াভুক্ত ১৯ জেলায় সরবরাহ করা হয়।