বিকল্প ইঞ্জিনে লালমনি এক্সপ্রেস উদ্ধার, রেল স্বাভাবিক

সান্তাহার থেকে ইঞ্জিন এলে লালমনি এক্সপ্রেস নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানান স্টেশন মাস্টার।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2024, 05:59 PM
Updated : 20 March 2024, 05:59 PM

বিকল হয়ে যাওয়া লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে নাটোর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এর ফলে ওই পথে ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে। 

বুধবার রাত ৮টায় জংলি রেল গেইট ও ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ইঞ্জিনের ক্রুটির কারণে লালমনি এক্সপ্রেস বিকল হয়ে যায়। 

বিকল্প ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে নাটোর স্টেশনে নিয়ে আসে বলে রাত সাড়ে ১১টায় জানান স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান।

Also Read: নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত

তিনি বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা পথে বন্ধ হয়ে পড়েছিল। এ কারণে এই রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ ছিল।

“লালপুরের আব্দুলপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এনে লালমনি এক্সপ্রেসকে নাটোর স্টেশনে আনা হয়েছে। পরে সেকশনে (অন্য লাইনে) রাখা হয়েছে। এখন এই পথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।”

লালমনি এক্সপ্রেস ঢাকার দিকে কখন যাত্রা শুরু করবে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, “সান্তাহার রেলওয়ে জংশন থেকে ট্রেনটির ইঞ্জিন আসবে। এতে সব মিলিয়ে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে। সেই ইঞ্জিন দিয়েই লালমনি এক্সপ্রেসকে ঢাকায় পাঠানো হবে।”