চ্যাম্পিয়ন্স লিগ
Published : 29 Apr 2025, 08:52 PM
দারুণ এক মাইলফলকের সামনে লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে এরই মধ্যে কাতালান ক্লাবটির হয়ে বেশ কিছু রেকর্ড-কীর্তি গড়েছেন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। মাঠে কি কখনও চাপ অনুভব করেন ইয়ামাল? প্রতিভাবান এই ফুটবলার বললেন, এসব তাকে খুব একটা স্পর্শ করে না। স্রেফ উপভোগের মন্ত্রে এগিয়ে চলেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। এটি হবে দলটির হয়ে ইয়ামালের একশতম ম্যাচ।
৯৯তম ম্য্যাচে তিনি পেয়েছেন শিরোপার স্বাদ। গত শনিবার কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন তারা।
ফাইনালে গোল না পেলেও চমৎকার পারফরম্যান্সে দুটি অ্যাসিস্ট করেন ইয়ামাল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৮ ম্যাচ খেলে ৩৮ গোলে (১৪ গোল ও ২৪ অ্যাসিস্ট) অবদান রেখেছেন তিনি।
মাঠের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরেও আলোচনার ঝড় তুলছেন তিনি। গত মার্চে যেমন, উয়েফা নেশন্স লিগে তার আচরণ ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার রাফায়েল ফন ডের ফার্ট। পরে সামাজিক মাধ্যমে এর পাল্টা জবাবও দেন স্পেনের ২০২৪ ইউরো জয়ে বড় অবদান রাখা ইয়ামাল।
কোপা দেল রের ফাইনালে খেলতে নামেন তিনি চুলে রঙ করে। শিরোপা জয়ের পর বলেন, লড়াইয়ে নামার আগেই সতীর্থ রোনাল্দ আরাউহোকে বলেছিলেন যে, তাদের হারাতে পারবে না রেয়াল।
এসব নিয়ে সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, ইয়ামাল ‘বড় হয়ে গেছেন।’ এই বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ইয়ামাল বলেন, এসব পরোয়া করেন না তিনি।
“যতদিন আমি জিতব, তারা (সমালোচকরা) আমাকে কিছু বলতে পারবে না। যখন আমি জিতব না, তখন তারা বলতে পারবে।”
বড় ম্যাচের আগে নতুন কিছু করা কি তাকে অনুপ্রাণিত করে, এমন প্রশ্নে ইয়ামালের উত্তর, “আমি সময় দ্রুত কাটানোর জন্য এসব করি। এসব করি, কারণ বাড়িতে আমি বিরক্ত হই। এটাই।”
চাপে থাকার প্রশ্নেও নির্লিপ্ত তিনি।
“চাপ? অনেক আগেই তা বাড়িতে রেখে এসেছি... আমি চাপ অনুভব করি না। কেবল মনে হয়, আমাকে মুহূর্তটি উপভোগ করতে হবে এবং আমার সর্বোচ্চটা দিতে হবে, এইটুকুই।”