কিরণের মেয়রের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সফিউল আজম বলেন, “দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন করেন তিনি।”
Published : 05 Nov 2023, 04:27 PM
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের পদ ছাড়লেন আসাদুর রহমান কিরণ। সোমবার থেকে এ পদে দায়িত্বে আসছেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।
নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব রেখে রোববার বিকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
কিরণের মেয়রের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সফিউল আজম বলেন, “দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন করেন তিনি।”
রোববার সিটি করপোরেশনটির সভাকক্ষে আয়োজিত নিজের বিদায় অনুষ্ঠানে কিরণ জানান, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। পরে সে সময়ের মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নান বরখাস্ত হলে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি। সে সময় থেকে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। সেবারও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছরের মাথায় ক্ষমতার অপব্যবহার, বিধি পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে জাহাঙ্গীরকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ফের মেয়রের দায়িত্ব পান কাউন্সিলর কিরণ।
দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কিরণ বলেন, “আমার দায়িত্ব পালন সময়ে গাজীপুর সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন করেছি।”
তিনি আরও বলেন, “গাজীপুর সিটি করপোরেশন এখন দেশের মধ্যে অন্যতম স্বচ্ছল সিটি করপোরেশন।”
এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]