চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালাল চার যুবক

পুলিশ জানিয়েছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুরের উদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 01:36 PM
Updated : 19 Nov 2023, 01:36 PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুরের উদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান।

বাস যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসটি বসন্তপুর উদপুরে পৌঁছলে দুইটি মোটরসাইকেলে চার যুবক এসে তাতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

এ সময় বাসটি ধীরে ধীরে চলছিল। বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক, তার সহকারী ও যাত্রীরা সঙ্গে সঙ্গে দ্রুত নেমে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

ওসি মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে।