জয়পুরহাটে ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবককে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 09:51 AM
Updated : 17 Nov 2023, 09:51 AM

জয়পুরহাটে ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

গ্রেপ্তার রায়হান মণ্ডল (৩০) একই গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে।

মেজর সাদিক জানান, দেশব্যাপী চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল এলাকায় পাথর বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাকটি নওগাঁ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে কয়েক জন যুবক ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর জয়পুরহাট সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামি রায়হান মণ্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতেই তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।