মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি জানান।
Published : 08 Sep 2024, 10:21 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ‘অংশ নেওয়ায়’ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামসহ দলের ৫০ জনের নামে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান।
তিনি বলেন, আহত শিক্ষার্থীর বাবা ঝিকিড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে রোববার মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল আহম্মেদ রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও এমপির সাবেক এপিএস মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর ছেলে শিক্ষার্থী শামীম রেজা (২১) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ভূমিকা পালন করায় সাবেক এমপি তানভীর ইমাম তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরই জের ধরে ৭ অগাস্ট তানভীর ইমামের নির্দেশে ঝিকিড়া এলাকায় শামীম রেজাকে মারধর করা হয়েছে।