শনিবার তাকে আদালতে নেওয়া হবে বলে পুলিশ জানায়।
Published : 07 Mar 2025, 08:28 PM
ফেনীতে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলার আসামি এক যুবককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের পথেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।
গ্রেপ্তার রুবেল শেখ (৩০) নড়াইলের কালিয়া উপজেলার মদনগাজী এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আরিফকে (৩৫) একটি চক্র বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে যায়। পরে চক্রটি ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে আরিফকে লিবিয়া থেকে অপহরণ করে।
এর ২১ দিন পর গত ২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিরা আরিফের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় বৃহস্পতিবার আরিফের স্ত্রী ফেনী মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর গোপন সংবাদে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রুবেলকে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে খুলনার পুলিশ ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন আরও বলেন, আসামিকে খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় ফেনী মডেল থানায় আনা হয়েছে। শনিবার তাকে আদালতে নেওয়া হবে।