এলাকাবাসীর ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় রাতের আঁধারে ওই পথে যাওয়ার সময় গর্তে পড়ে তারা মারা যান।
Published : 13 Aug 2024, 06:25 PM
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পানি ভরতি গর্ত থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার কুচদহ ইউনিয়নের মালভবানীপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সাত্তার জানান।
নিহতরা হলেন, মালভবানীপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রয়াত শুকু পাহানের স্ত্রী সারজি পাহান (৪৮)।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আব্দুস সাত্তার জানান, ওই গ্রামে একটি আদিবাসী পরিবারের বিয়ের অনুষ্ঠান ছিল। সোমবার রাতে অনুষ্ঠানে অন্যদের সঙ্গে তারাও নেশা দ্রব্য পান করেন।
মঙ্গলবার সকালে সেখানে একটি বাড়ির পেছনে রাস্তার পাশে পানি ভরা গর্তে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
এলাকাবাসীর ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় রাতের আঁধারে ওই পথে যাওয়ার সময় পানি ভরতি গর্তে পড়ে তারা মারা যান।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আব্দুস সাত্তার।