“ট্রেনের ধাক্কায় নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।”
Published : 26 Nov 2024, 11:57 AM
কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাাঁচ যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম।
ওসি বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি কালিকাপুর এলাকার রেলক্রসিং পার হবার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।”
তিনি বলেন, “ট্রেনের ধাক্কায় নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”