প্রসবের সময় শাবকটি পেটের ভেতর আটকে গিয়ে মারা গেছে বলে ধারণা বন বিভাগের।
Published : 11 Mar 2025, 08:18 PM
রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। বাচ্চা প্রসবের সময় হাতিটি মারা গেছে বলে ধারণা বন বিভাগের।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়ার যুগেজ পাহাড় এলাকায় মৃত অবস্থায় হাতিটি পাওয়া যায় বলে জানান রাজবিলা রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন।
বন বিভাগ জানিয়েছে, সকালে এলাকাবাসীর মাধ্যমে পাহাড়ে একটি হাতি মৃত অবস্থায় পড়ে থাকার খবর পায় বন বিভাগ। পরে রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিনসহ বন কর্মীরা ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরন জীব চাকমা মৃত হাতির নমুনা সংগ্রহ করেন।
হাতিটির মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয়ের জন্য ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বন বিভাগ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বন বিভাগ জানায়, মৃত হাতিটির চারপাশে অন্য হাতি চলাচলের চিহ্ন দেখা গেছে; যা থেকে ধারণা করা হয়, এটি একটি বুনো হাতির পালের অংশ ছিল। স্থানীয়দের ভাষ্য, নয়টি হাতির একটি পাল এ এলাকায় বিচরণ করছিল; যার মধ্যে একটি হাতি মারা গেছে। হাতিটি গর্ভবতী ছিল।
হাতিটির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। হাতিটির দৈর্ঘ্য নয় ফুট চার ইঞ্চি, মাথা থেকে শরীর সাত ফুট, সামনের পা লম্বায় চার ফুট, বেড় ৩৬ ইঞ্চি, পেছনের পা লম্বায় তিন ফুট চার ইঞ্চি, বেড় ২৬ ইঞ্চি, লেজ লম্বায় ৪২ ইঞ্চি, বেড় সাত ইঞ্চি, পেটের মাপ ১৪ ফুট।
রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, “মৃত নারী হাতিটি গর্ভবতী অবস্থায় ছিল। হাতিটির মৃতদেহের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”
প্রাণিসম্পদ কর্মকর্তা চিরন জীব চাকমা বলেন, “হাতিটি দুর্বল ছিল। মূলত হাতিটি বাচ্চা প্রসবের সময় শাবকটি পেটের ভেতর আটকে গিয়ে মারা গেছে। আর এতে মা হাতিটিও মারা যায়। তবে ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগে হাতিটি মারা গেছে। হাতিটির পেট অনেক ফুলে গেছে।”
রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, বাচ্চা প্রসসের সময় একটি বুনো হতির মারা যাওয়ার খবর বন বিভাগের কর্মকর্তারা তাকে জানিয়েছেন।
হাতিটি কয়েকদিন আগে মারা গেলেও সকালে স্থানীয়রা এটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয় বলে জানান তিনি।