পাবনা সদরে যাত্রী বেশে অন্য যাত্রীর মালামাল ছিনতাইয়ের সময় চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টেবুনিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), মো. রুবেলের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মো. মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)।
পুলিশ জানায়, ওই চার নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে ছিনতাই ও চুরি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
ওসি রওশন আলী বলেন, “বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফাতেমা খাতুন ও তার স্বামী মো. জুলহাস খান টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য তারা একটি ইজিবাইকে ওঠেন।
“এ সময় ওই চার নারী পরিকল্পিতভাবে একই ইজিবাইকে ওঠেন। পথে তারা অসুস্থতার ভান করে ফাতেমার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে ওই দম্পতি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।”
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ওই চার নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রওশন।