মোটরসাইকেলটি ট্রাকের নীচে চলে যায় এবং দুমড়ে মুচড়ে যায়।
Published : 14 Jan 2025, 03:13 PM
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ইউসুফ আলী (২০) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় মোটরসাইকেলের ট্রাকটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নীচে চলে যায় এবং দুমড়ে মুচড়ে যায়।
এতে মারা যায় আরোহী ইউসুফ আলী। আহত হন আরো দুই যুবক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।