কিশোরীর বাবা ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন; ১০ দিন পর তিনি ঢাকা মেডিকেলে মারা যান।
Published : 27 Mar 2025, 10:05 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতের কিশোরী মেয়েকে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামিকে রিমান্ড মঞ্জুর করেছে পটুয়াখালীর একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরীন আসামি শাকিব মুন্সীর (১৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করনে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান টোটন জানান।
মামলার বরাতে পুলিশ জানায়, গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত বাবার কবর জিয়ারত করার পর নানা বাড়ি যাওয়ার সময় আসামিরা মেয়েটির পিছু নেয়। এক সময় হঠাৎ মুখ চেপে ধরে তাকে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যায় তারা। ধর্ষণের ঘটনার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় আসামিরা।
পটুয়াখালীতে দলবদ্ধ 'ধর্ষণের' শিকার কলেজছাত্রী, গ্রেপ্তার ১
ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে: নাহিদ ইসলাম
আসামিদের একজন জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাকিব এবং অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র (১৭)।
পুলিশ জানায়, কিশোরীর বাবা ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। ১০ দিন পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দলবেঁধে ধর্ষণের ঘটনায় ২০ মার্চ দুজনকে আসামি করে মামলা করেন কিশোরী। ওইদিন রাতেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন অপর আসামিকে নাজিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুমকি থানার ওসি ওসি মো. জাকির হোসেন।