দুপুরে বাঁধ অপসারণের দাবিতে নদের তীরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।
Published : 30 Dec 2024, 07:45 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্রহ্মপুত্র নদে প্রবেশপথে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পাঁচ শতাধিক বিঘা জমিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে।
দ্রুত বাঁধ অপসারণের দাবিতে সোমবার দুপুরে উপজেলার মাহমুদাবাদ-ইব্রাহিমপুর পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন করেছেন।
বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
কৃষকদের অভিযোগ, নদের পানি প্রবাহের প্রবেশপথে রাস্তা নির্মাণ করেছেন অবৈধ ট্রাক্টর মালিকরা। এতে রায়পুরা এবং বেলাবো উপজেলার নদী তীরবর্তী পাঁচ শতাধিক বিঘা জমিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে।
নদের দশ কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সরকারি চাহিদা অনুযায়ী ধান উৎপাদন কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষক খলিলুর রহমান বলেন, “প্রভাবশালী কিছু লোক ব্রহ্মপুত্র নদের তীরে মাটি ফেলে ব্যবসা করে আসছেন। এতে তীরের মাটি নদে গিয়ে ভরাট হয়ে গেছে। ফলে ছয় থেকে সাত বছর ধরে নদীতে ঠিকভাবে পানি প্রবাহ না থাকায় প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে।
ট্রাক, ট্রাক্টর মালিকসহ কতিপয় ব্যবসায়ী বালি, ইট, আনা নেওয়ার জন্য এ রাস্তা নির্মাণ করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দুই উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া, ইব্রাহিমপুর, সররাবাদ, নারায়ণপুর, কাঙ্গালিয়া, জালালাবাদ, মরিচাকান্দা, দুলালকান্দি এলাকার কৃষকের পাঁচ শতাধিক জমিতে ধান চাষ ব্যাহত হচ্ছে।
এ সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনের পদক্ষেপ চেয়েছেন খলিলুর রহমান।
ইউএনও মাসুদ রানা বলেন, মানববন্ধনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।