Published : 02 May 2025, 08:00 PM
ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ।
নিহত শিশুরা হল মো. নাফিস (৯) ও মো. ইয়াছিন (৭)।
নাফিস দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ইয়াছিন একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার পুরুষরা জুমার নামাজ পড়তে গেলে শিশু নাফিস ও ইয়াছিন গোসল করতে পুকুরে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। জুমার নামাজ শেষে তাদের খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। অচেতন অবস্থায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুনন্দা সেন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।”
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।”