২৭ বস্তা টাকা, সোনার গহনার পাশাপাশি একটি চিঠিও মিলেছে।
Published : 21 Apr 2024, 12:13 AM
সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদের নয়টি দানবাক্স খুলে ২৭ বস্তা টাকা, সোনার গহনার পাশাপাশি একটি চিঠিও মিলেছে।
চিঠিতে একটি মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে আল্লাহর রহমত কামনা করা হয়েছে। চিঠিটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী, ওই যুবকের বাড়ি হবিগঞ্জ জেলায়।
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে শুরু করা চিঠিতে তিনি বলেন, “আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে, আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন।
চিঠিতে তিনি মেয়েটির নাম উল্লেখ করে দোয়াও চেয়েছেন।
এদিকে, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেন জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত দানবাক্সের টাকা গণনায় ৬ কোটি ৭৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে। যা ইতোমধ্যে পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ টাকাপ্রাপ্তির রেকর্ড।
তিনি জানান, এর আগে গত ২০২৩ সালের ৯ ডিসেম্বর মসজিদের নয়টি দানবাক্সের ২৩ বস্তা টাকা থেকে সর্বোচ্চ রেকর্ড ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা প্রাপ্তি ছিল নতুন রেকর্ড। তবে এবার ৭ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মসজিদের দানবাক্স খোলার সময় সেখানে ছিলেন।
পরে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ৭০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন শিক্ষক ও ১০২ জন ছাত্র টাকা গণনা শুরু করেন।