শেরপুরের পাঁচটি থানার ওসিকে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছিল।
Published : 19 Sep 2024, 10:46 PM
শেরপুর জেলার পাঁচ থানার ওসিকে বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা বিজ্ঞপ্তিতে তাদের বদলির বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র নিয়ে পাঁচ ওসিকে পরবর্তী কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদল, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক গুরুতর আহত হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর সেখানে নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগদান করেছিলেন।
এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের পাঁচটি থানার ওসিকে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছিল।