অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে।
Published : 31 Jan 2025, 04:21 PM
নরসিংদীর রায়পুরা থেকে বিদেশী পিস্তলসহ দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো. আকাশ (২৮) ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো. রাসেল (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “দুই যুবক অস্ত্রসহ অটোরিকশায় করে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছে গোপন তথ্যে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। এ সময় পুলিশ অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দিলে দুজন নেমে পালানোর চেষ্টা করে।
“এ সময় দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ আকাশ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।”
অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ বলেন, “গ্রেপ্তারদের মধ্যে রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।”