ভারতী থেকে অবৈধভাবে আনা ২০ হাজার ৮৪৪টি সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৫টি লেহেঙ্গা এবং একটি গাউন জব্দ করে বিজিবি।
Published : 10 Jan 2025, 08:52 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা সোয়া দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
বিজিবি জানায়, ভোররাতে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করেন।
পরে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ হাজার ৮৪৪টি সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৫টি লেহেঙ্গা এবং একটি গাউন জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির সাইফুল ইসলাম বলেন, ময়মনসিংহ ও শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।