রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এ সেন্টার উদ্বোধন করা হয়েছে, বলেন ডিআইজি।
Published : 17 Jan 2025, 12:37 AM
ময়মনসিংহ পুলিশের রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্টোল সেন্টার উদ্বোধন করেছেন ডিআইজি মো. আশরাফুর রহমান।
এ সেন্টার থেকে নিয়মিত তদারকি করা হবে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩৬টি থানার কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে সেন্টার উদ্বোধন করা হয়।
এর মাধ্যমে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা ও পুলিশের কার্যক্রমে জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ডিআইজি আশরাফুর রহমান বলেন, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই তদারকি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান, এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, অপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্টোল ইউনিট। এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌর এলাকা, গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে তদারকির জন্য অপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে।
ডিআইজি মো. আশরাফুর রহমান বলেন, “সেইসঙ্গে পুলিশের অপরাশেনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্রাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে। এতে পেট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে।”
এছাড়া সিআইডিএমএসর মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবেন সেবাপ্রার্থীরা।