পৃথক পৃথকভাবে জনমত জরিপ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও নাগরিক কমিটি।
Published : 18 Feb 2025, 07:46 PM
আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কেমন বাংলাদেশ ও রাজনৈতিক দল দেখতে চান সাধারণ জনগণ এ নিয়ে জনমত জরিপ শুরু করেছে জয়পুরহাটের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার দুপুর থেকে জয়পুরহাট সরকারি কলেজে ও শহরের জিরো পয়েন্টে জনমত জরিপ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।
এ ছাড়া একই কর্মসূচির পাশাপাশি সদস্য সংগ্রহ করতে দেখা গেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলকে।
ওই সংগঠনগুলোর নেতারা জানান, জরিপ কাজে অংশগ্রহণকারী ছাত্র জনতা দেখতে চান মাদক, দুর্নীতি, শোষণ, বঞ্চনা ও ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ।
যেখানে মেধার মূল্যায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পে জরিপ কাজ পরিচালনা করেন সংগঠনটির ছাত্র প্রতিনিধি এ এইচ এম হাসিবুল হক, নিয়ামুর রহমান নিবির, ফাহিম ফয়সাল রাফি, আরাফ হোসেন ও শাহরিয়া আহম্মেদ প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিয়ামুর রহমান নিবির বলেন, “আমরা জনমত জরিপে জানতে পারেছি, শিক্ষার্থী-অভিভাবকরা দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমে বদ্ধ পরিকর এমন রাজনৈতিক দল চাচ্ছেন এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি চাচ্ছেন।”
একই কলেজের মাঠে ছাত্রদল ক্যাম্পের জরিপ কাজ পরিচালনা করেন সংগঠনটির শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম ও নেতা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ বলেন, “দীর্ঘ ১৬ বছর দেশে গণতন্ত্র চর্চা ছিল না। তাই গণতান্ত্রিক সরকার গঠনে সাধারণ ছাত্ররা ঐক্যবদ্ধ। শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার যেন সরকার বুঝতে ও বাস্তবায়ন করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।”
এদিকে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টে জনমত জরিপ কাজ করে নাগরিক কমিটি। সেখানে সংগঠনটির জেলা সংগঠক ওমর আলী বাবু, প্রকৌশলী গোলাম মুর্তোজা, মুনিরুজ্জামান, গোলাম কবীর ও পাঁচবিবি উপজেলা সংগঠক ইয়াকুব আলী আতিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক কমিটির জেলা সংগঠক ওমর আলী বাবু বলেন, “নতুন বাংলাদেশ গড়তে নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে, এ ক্ষেত্রে সাধারণ মানুষ বেশ সচেতন, আগের মত কোনো রাজনৈতিক দল বা নেতা ভবিষ্যতে আর জনগণকে বোকা না বানাতে পারবে বলেই জনমতে তাদের অভিব্যক্তি জানাচ্ছেন।”