আরিচা-কাজিরহাট নৌপথে রাত ১২টার দিকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
Published : 12 Dec 2024, 09:43 AM
ঘন কুয়াশার কারণে ফের ফেরি চলাচল বন্ধ রয়েছে মানিকগঞ্জের সঙ্গে রাজবাড়ী ও পাবনার নৌপথে। কুয়াশার তীব্রতার কারণে মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, আরিচা-কাজিরহাট নৌপথে রাত ১২টার দিকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ৩টার দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। আর প্রতিটি নৌপথে দুটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে আটকে আছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরে কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে মধ্যরাত ৩টা ১০ মিনিট থেকে শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মধ্যরাত ১টা থেকে পদ্মা নদীতে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন রোরো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়।
পরে ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া বনলতা, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী ও গৌরী পাটুরিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে বলে জানান তিনি।
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে বুধবার ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আর বলেন, বাইগার, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও ডা. গোলাম মাওলা দৌলতদিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।
অপরদিকে, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে থেকে মানিকগঞ্জের আরিচার সঙ্গে পাবনার কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি আরও জানান-কুয়াশার তীব্রতায় বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় এই নৌপথে দুটি ফেরি 'বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান' ও 'কিষাণী' যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে নোঙর করে রয়েছে।
এছাড়া চারটি ফেরি- খানজাহান আলী, শাহ আলী, চিত্রা ও ধানসিড়ি আরিচা ঘাট এলাকায় নোঙর করা আছে বলে জানান তিনি।