ফেনী-চট্টগ্রামের মাঝামাঝি অলিনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে আটক করে বিজিবি।
Published : 27 Nov 2024, 11:02 PM
ফেনী-চট্টগ্রামের মাঝামাঝি অলিনগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় এক দ্বৈত নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার দুপুরে ফেনীর শেষ অংশ ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটক আশীষ পুরোহিত (৬৫) চট্টগ্রাম সদর উপজেলার এনায়েত বাজার এলাকার চৌধুরী লেইনের নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। এ ছাড়া তিনি ভারতের পশ্চিমবঙ্গ কোলকাতার ঢাকুরিয়া নস্কর পাড়া বাজার ১৬-ই নস্কর পাড়া লেনেরও বাসিন্দা।
বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুরে আশীষ অলিনগর বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কাছে পাওয়া কাগজপত্র যাচাই করে দ্বৈত নাগরিকের বিষয়টি নিশ্চিত হয় বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশীষ বিজিবিকে জানান, তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারত যাচ্ছিলেন। তিনি পুরোহিত বংশের হলেও পুরোহিত তার পেশা নয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের (৪-বিজিবি) কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি এ টি এম সিফাত আল মাজদার জানান, সন্ধ্যা ৭টার দিকে আশীষকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।