সড়কবিভাজক না থাকায় ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা।
Published : 13 Feb 2025, 07:42 PM
পাঁচ বছর আগে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের আলাদীপুর বাজার এলাকায় নির্মাণ করা ফুটব্রিজটি আশানুরূপ কাজে আসছে না।
স্থানীয়দের দাবি, ভুল স্থানে ব্রিজটি নির্মাণ ছাড়াও সন্ধ্যার পর সেখানে ‘বখাটেদের’ আড্ডা জমায় পথচারীদের ব্রিজটি ব্যবহারে অনীহা দেখা দিয়েছে।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় থেকে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে ফুটব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজ করেন ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ব্রিজ এলাকায় রয়েছে দুটি বিদ্যালয়, আলাদীপুর বাজার ও আলীপুর ইউনিয়ন পরিষদ ভবন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কটি দিয়ে ঢাকা, ফরিদপুর, দৌলতদিয়া, বরিশাল, যশোরসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল করে।
সড়কে বিভাজক না থাকায় ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হতে দেখা গেছে পথচারীদের।
স্থানীয় নয়ন শেখ বলেন, “ব্রিজটি যথাযথ ব্যবহার হচ্ছে না। ব্রিজের নিচ দিয়েই স্কুলের ছাত্র- ছাত্রীসহ পথচারীরা পারাপার হচ্ছেন। জনগণের সুবিধার জন্য এটি করা হয়নি।”
ব্রিজটি ব্যবহার হওয়ার পেছনে জনগণের সচেতনতার অভাবকেও দায়ী করছেন নয়ন।
আনোয়ার হোসেন নামে একজন বলেন, “জেলার অনেক স্থান থাকার পরও ফুটব্রিজটি অপরিকল্পিতভাবে কম গুরুত্বর্পর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে। ফলে কয়েক বছর অতিবাহিত হলেও ব্রিজটি ব্যবহারে আগ্রহ নেই স্থানীয় ও পথচারীদের। ব্রিজটি এখন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টানানের কাজে ব্যবহার করা হচ্ছে। সেইসঙ্গে সন্ধ্যার পর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে।”
নাজমা আক্তার নামে এক নারী বলেন, “আমাদের রাজবাড়ীতে অনেক গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেসব জায়গায় ব্রিজ না দিয়ে এখানে কেন দিল, সেটা বুঝলাম না।”
এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান বলেন, “ব্রিজটি কয়েকবছর আগে নির্মাণ করা হয়েছে, আর আমি কয়েক মাস আগে এখানে যোগদান করি। ফলে এ বিষয়ে কোনোকিছু বলতে পারছি না।”