সড়কে বেহাল ফুট ব্রিজের এস্কেলেটর
ঢাকার বনানী ও বিমানবন্দরের সামনে ফুট ব্রিজের এস্কেলেটরের অবস্থা পুরোই বেহাল হয়ে পড়েছে। খুলে নেওয়া হয়েছে লোহার পাত, নেই এস্কেলেটরের হাতল। ধুলার আস্তর জমেছে সিঁড়িতে। তবে ডিআইটি সড়কে আফতাবনগরের সামনে বানানো হচ্ছে আরেকটি এস্কেলেটর।