কোস্ট গার্ড জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Published : 22 Mar 2025, 08:06 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র উপকূলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ সাত ‘মাদক পাচারকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
গ্রেপ্তাররা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলারে করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালানসহ কয়েকজন লোকের অবস্থানের খবর পায় র্যাব ও কোস্ট গার্ড সদস্যরা।
“পরে একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে সাগরে উপকূলে নোঙর করা একটি ট্রলারে অবস্থানকারী লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়।”
তিনি আরও বলেন, “এক পর্যায়ে ট্রলারটির ইঞ্জিন রুমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুললে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রলারে থাকা সাত জনকে গ্রেপ্তার করা হয়। “
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।