প্রতিটি বস্তার ওজনও ৫০ কেজি করে বলে পুলিশ জানায়।
Published : 12 Jul 2024, 02:16 PM
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
রৌমারী থানাধীন চর শৌলমারী বাজারের দুটি গুদাম ঘর থেকে বৃহস্পতিবার বিকালে এসব চিনি উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন
বলেন, গোপন খবরে চর শৌলমারী বাজারের একটি গুদাম ঘরে অভিযান চালায় পুলিশ।
“এ সময় চোরাচালানের মাধ্যমে মজুদ করা ২৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।”
প্রতিটি চিনির বস্তার ওজন ৫০ কেজি করে করে জানান এ পুলিশ কর্মকর্তা।
একই বাজারে আরেকটি গুদাম ঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা চোরাচালানের মাধ্যমে আনা ১৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এখানের প্রতিটি বস্তার ওজনও ৫০ কেজি করে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
তিনি বলেন, এ ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারিদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম জেলায় চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যাহত রেখেছে।