শাবির দিক থিয়েটারের রজতজয়ন্তীতে উৎসবের আয়োজন

১৯৯৯ সালের ১৮ অগাস্ট ক্যাম্পাসের একঝাঁক তরুণ শিক্ষার্থীর উদ্যোমে ‘দিক নাট্য সংঘ’ যাত্রা শুরু করে।

শাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 03:28 AM
Updated : 2 March 2024, 03:28 AM

রজতজয়ন্তী উৎসব উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’। ২ অক্টোবর উদ্বোধনের মাধ্যমে শুরু হবে উৎসবের যাত্রা।

সোমবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো. শাকিল।

তিনি বলেন, “কালের পরিক্রমায় ‘দিক থিয়েটার’ ২৪ বছরের যাত্রা সম্পূর্ণ করে ২৫ বছরে পদার্পণ করেছে। এই মাহেন্দ্রক্ষণে দিক থিয়েটার বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’’

এর অংশ হিসেবে ২-৭ অক্টোবর ছয় দিনব্যাপী উৎসবের প্রথম পর্যায়ের কর্মসূচির কথা জানিয়েছেন শাকিল।

১৯৯৯ সালের ১৮ অগাস্ট ক্যাম্পাসের একঝাঁক তরুণ শিক্ষার্থীর উদ্যোমে ‘দিক নাট্য সংঘ’ যাত্রা শুরু করে; কালের পরিক্রমায় সংগঠনটি বর্তমানে ‘দিক থিয়েটার’ নামে পরিচিত।

আয়োজকরা জানান, উৎসব উদ্বোধনের পরদিন ৩ অক্টোবর দিক থিয়েটারের নিজস্ব প্রযোজনা উৎপল দত্তের নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চায়িত হবে।

৪ অক্টোবর ঘাসান কানাফানির উপন্যাস অবলম্বনে তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় প্রাচ্যনাটের প্রদর্শনী ‘পুলসিরাত’ মঞ্চায়িত হবে।

৫ অক্টোবর হুমায়ুন কবিরের গল্প অবলম্বনে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘তীর্থযাত্রা’ নাটকটি পরিবেশিত হবে।

৬ অক্টেবর দিক থিয়েটারের বর্তমান ও প্রাক্তন সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

৭ অক্টোবর উৎসবের প্রথম পর্যায়ের সমাপনীতে জেরেমি লরেন্স ও রবার্ট এডউইন লির রচনায় ও মুক্তনীলের নির্দেশনায় বাতিঘরের প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’ মঞ্চস্থ হবে।

সংবাদ সম্মেলনে দিক থিয়েটারের আজীবন সদস্য মো. সুমন আল মাহমুদ, সাবেক সভাপতি আব্দুল বাসিত সাদাফ, বর্তমান সাধারণ সম্পাদক আর্নিকা দেব উপস্থিত ছিলেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]