পুলিশ জানায়, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ার ফারহান বিদ্যুতায়িত হয়।
Published : 23 Feb 2025, 05:56 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান।
নিহত ইকবাল হোসেন ফারহান (১২) ওই এলাকার আবুল মোবারকের ছেলে। সে স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সকাল বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। এ সময় হঠাৎ পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ার সঙ্গে সঙ্গে ফারহান বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
এসআই আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ বাড়িতে রয়েছে।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এই কর্মকর্তা।