এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানায় পুলিশ।
Published : 01 Sep 2024, 11:47 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন।
নিহত ২২ বছর বয়সী মো. জিহাদ ওই এলাকার ৮ নম্বর গলির মো. জামালের ছেলে৷
জিহাদ স্থানীয় একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে কাজ করতেন। তার স্ত্রী সুমাইয়া সাত মাসের অন্তঃসত্ত্বা বলেন জানান পরিবারের সদস্যরা।
পরিদর্শক জোবায়ের বলেন, রাতে পুরোনো দ্বন্দ্বের জেরে ওই তরুণকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
তবে জিহাদের বাবা চনপাড়ার (সাংগঠনিক ইউনিয়ন) ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি জামালের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। কিন্তু হামলাকারীদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।
তিনি বলেন, “মাদকের প্রতিবাদ করায় একটি মহল আমাদের উপর ক্ষিপ্ত ছিল। ওদের মূল টার্গেট ছিলাম আমি। আমাকে না পেয়ে আমার ছেলেকে রাস্তায় জখম করে।”
এদিকে, বেলা আড়াইটা পর্যন্ত জিহাদ হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়নি।
পুলিশ পরিদর্শক জোবায়ের বলেন, “মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
জিহাদের বাবা জামাল বলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। ময়নাতদন্তের পর আইনি কার্যক্রম শেষে ছেলের লাশ দাফনের পর মামলা করবেন।