এসএসসি: বরিশালে নকল সরবরাহ করায় শিক্ষককে জরিমানা

ওই শিক্ষক বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের সরবরাহ করেন বলে জানান ইউএনও।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 01:31 PM
Updated : 18 May 2023, 01:31 PM

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে নির্বাহী হাকিম ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মো. সাখাওয়াত হোসেন জানান। 

দণ্ডপ্রাপ্ত কমল চন্দ্র দাস উপজেলার রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার ট্রেড-১ এর দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

ইউএনও সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোকেশনাল গ্রেড-১ পরীক্ষায় ওই কেন্দ্রের একটি কক্ষের দায়িত্বে ছিলেন কমল চন্দ্র দাস। তার বিরুদ্ধে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়।

শ্রীমতি মাতৃমঙ্গল কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব অনিল চন্দ্র কর বলেন, “পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহের সময় কমল চন্দ্রকে ধরে ফেলেন কেন্দ্র পরিদর্শক উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম।“

তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন কেন্দ্র সচিব।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কমল চন্দ্রকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে ইউএনও সাখাওয়াত জানান।