ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
Published : 01 Feb 2025, 09:41 AM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার সঙ্গে রাজবাড়ির দৌলতদিয়া এবং আরিচার সঙ্গে পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া শুক্রবার রাত ১২টা থেকে এবং আরিচা-কাজিরহাট নৌপথে রাত দেড়টা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১০টার পর কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় এ নৌপথে বিএস জাহাঙ্গীর এবং বাইগার নামের দুটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
একই কারণে রাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পথে খান জাহান আলী নামের একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হলে তখন সিরিয়িাল অনুযায়ী বাহনগুলি পার করা হবে বলে জানান এ কর্মকর্তা।