একজন ঘটনাস্থলে অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
Published : 15 Sep 2024, 10:26 PM
ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বটতলা এলাকায় ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহতরা হলেন- চারিপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০), একই এলাকার আব্দুল কাদির ছেলে আকাশ (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের চারিপাড়া বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে আলফাজ ও আকাশের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলফাজের মৃত্যু হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তুষার বলেন, গুরুতর আহত আকাশকে নিয়ে আসার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে জানিয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”