মেলা প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা।
Published : 14 Apr 2025, 06:25 PM
পহেলা বৈশাখে বর্ষবরণ ঘিরে নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি।
নতুন বছরকে বরণ করে নিতে সোমবার সকাল থেকেই লোকজ মেলা, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মানুষ।
সকালে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন। ঢোল, তবলা, বাঘ, দোয়েলপাখি, ফড়িং, প্যাচা, হাতপাখাসহ বিভিন্ন আকৃতির প্লাকার্ড, মোটিফ ও নানা অনুষঙ্গ নিয়ে বর্ণিল এ শোভাযাত্রায় অংশ নেয় শত শত মানুষ।
শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে লোকজ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
এসময়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা।
এছাড়া অনুষ্ঠানে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।