বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১০১তম সভায় এ কথা বলেন অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
Published : 19 Nov 2024, 12:43 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান এবং শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংক উন্নয়নে পাঠ্যসূচিসহ নানা বিষয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ১০১তম সভায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, “পাঠ্যসূচিকে আধুনিক শিক্ষা ব্যবস্থার আদলে এমন এক ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে চাই; যেখানে শিক্ষার্থীরা তাদের মূল অধ্যয়নের সঙ্গে আইসিটি ও সফট স্কিল বাস্তবমুখী শিক্ষার সংমিশ্রণে শিক্ষিত হতে পারে।
“সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে।”
উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের গভর্নিং বডির কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন আমানুল্লাহ।
অ্যাকাডেমিক কাউন্সিলে উপাচার্যের নির্দেশনামূলক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা চালু, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং অ্যাডভান্সড মাস্টার্স ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামকে নিয়মিত মাস্টার্স ও নিয়মিত এমবিএ প্রোগ্রামে রূপান্তর করা।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে এক বছর মেয়াদি মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিস, মাস্টার্স ইন সোসিয়াল পলিসি এবং ছয় মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সোসিয়াল বিজনেস কোর্স চালু, এলএলবি কোর্সের গুণগত মানোন্নয়নের লক্ষে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক গ্রুপকে অনুষদে রূপান্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত ডিপ্লোমা নার্সিং কোর্স সংযোজন করার জন্যে বিএমডিসি নার্সিং কাউন্সিলে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আবুদ্দারদা, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল করিম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষসহ ৩২ সদস্য সভায় উপস্থিত ছিলেন।