নাটোরে সড়ক অবরোধে ছাত্রলীগ, দেড়ঘণ্টার ভোগান্তি

অবরোধ চলাকালে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়; দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 03:09 PM
Updated : 22 March 2023, 03:09 PM

নাটোরে একটি সমবায় সমিতির নির্বাচনে এক প্রার্থীর জয়লাভের পর মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ।  

বুধবার বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শহরের মাদ্রাসা মোড়ে সড়ক অবরোধ করেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। 

এ ছাড়া আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার পুরো জেলায় সড়ক অবরোধ করা হবে বলে ছাত্রলীগ নোতার হুঁশিয়ার করেন।

অবরোধ চলাকালে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়; দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, স্বনির্ভর নাটোর সদর সমবায় সমিতি (ইউসিসিএ) নির্বাচনে নাটোর জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইশতিয়াক আহমেদ ডলার সভপতি পদে জয়লাভ করেছেন। এ কারণে মঙ্গলবার বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তার সমর্থকরা।

“ওই সময় শহরের ফায়ার সার্ভিস মোড়ে মোটরসাইকেল বহরে হামলা করে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সর্মথকরা।”

হামলার প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন উল্লেখ করে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে হামলাকারীদের গ্রেপ্তারের সময় বেঁধে দেয় জেলা ছাত্রলীগ। ঘটনার ২৬ ঘণ্টা পরেও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় বুধবার বিকাল ৫টায় আবার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাদ্রাসা মোড়ে সড়ক অবরোধ করেন।  

পরে পুলিশ দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় বলে ফরহাদ জানান।  

ফরহাদ হোসেন অভিযোগ করেন, “হামলাকারীরা প্রকাশ্যে শহরে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার জেলাব্যাপী সড়ক অবরোধ করা হবে।”

এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাংবাদিকদের বলেন, “আমি ওমরাহর পথে সৌদি আরব যাচ্ছি। এ ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।”

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, গতকালের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

বগুড়ার উদ্দেশ্য পাবনা থেকে নাটোর এসে পরিবার নিয়ে যানযটে আটকা পড়েন মিলন আহমেদ।

বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, "যত সমস্যা সাধারণ মানুষের। সব ঠিক হয়ে যাবে, মাঝখান থেকে আমার পরিবার কষ্ট পাচ্ছে।"