“এ ঘটনায় তিনজনের জনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।”
Published : 09 Sep 2024, 01:45 PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘অবৈধভাবে রাখা’ তিনটি পাইপগান ও ১৯টি কার্তুজ উদ্ধার হয়েছে।
সোমবার দুপুরে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারকোলা গুচ্ছগ্রামে পৃথক এ অভিযান চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গুচ্ছগ্রামের সোলেমান ফকিরের ছেলে ছামাদ আলীর (৩৭) ঘরে অভিযান চালিয়ে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা একটি পাইপগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
“একই এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের (২৬) বসতঘরে একই কায়দায় রাখা একটি পাইপগান ও সাত রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।”
এছাড়া ওই এলাকার মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলামের ঘর থেকেও একটি পাইপগান এবং ছয়টি কার্তুজ পাওয়া যায় বলে ওসি সবুজ রানা জানান।
তিনি বলেছেন, “যারা অবৈধভাবে এসব অস্ত্র রেখেছিলেন, অভিযানের সময় তাদের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তিনজনের জনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।”