গভীর রাতে উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
Published : 15 Aug 2024, 05:49 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার গভীর রাতে উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের মহেন চন্দ্রের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার ওসি দুলাল উদ্দীন।
আটক সামিউল (২০) উপজেলার দারাজগাঁও গ্রামের খলিল উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে মহেন চন্দ্রের কুঁড়েঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় সামিউলকে আটক করা হয়।
ওসি দুলাল উদ্দীন বলেন, রাতেই স্থানীয়রা মোবাইলে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক সামিউলকে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।