ওসি বলেন, “তুষার একটি হত্যা মামলার প্রধান আসামি। কয়েকদিন আগে জামিন পেয়েছেন।”
Published : 18 Nov 2024, 01:19 AM
পূর্ববিরোধের জেরে পাবনা শহরে এক কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মধ্য শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান।
নিহত তুষার (১৯) শহরের রাধানগর ময়দান পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি জুবলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জঙ্গলে কয়েক যুবকের বাকবিতণ্ডার আওয়াজ পাওয়া যায়। এরপর ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তু্ষারকে দেখা গেলে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “তুষার একটি হত্যা মামলার প্রধান আসামি। কয়েকদিন আগে জামিন পেয়েছেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের হত্যাকাণ্ডের জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।”