সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ, সম্পাদক রুপক

আগামী দুই বছর নতুন কার্যকরী কমিটি দায়িত্ব পালন করবে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 02:08 PM
Updated : 19 March 2023, 02:08 PM

ঢাকার সাভার প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় হাঁ/না ভোটের ম্যাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিতে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে (বাংলা টিভি) সভাপতি এবং সদস্য সচিব রুপোকুর রহমান রুপককে (এসএ টিভি) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহসভাপতি গোলাম পারভেজ মুন্না (দেশ বাংলা) ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী (সম্পাদক-সাপ্তাহিক পল্লী সাভার), যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা (ডেইলি পিপলস টাইমস), অর্থ সম্পাদক সেলিম আহমেদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক ফাহাদ-ই-আযম (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি (গ্লোবাল টিভি), পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী (বাংলাবাজার), নির্বাহী সদস্য আখতার হামিদ, নিয়ামত উল্লাহ (নিউজ টুডে) এবং শামীম খান (সংবাদ)।