নেত্রকোণায় লরি উল্টে পুকুরে পড়ে চালক নিহত

পাশের দুর্গাপুর উপজেলা থেকে বালু আনার জন্য ভোরে লরি নিয়ে বাড়ি থেকে বের হন ইয়াছিন মিয়া।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 06:28 AM
Updated : 24 May 2023, 06:28 AM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে চালক নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম। 

নিহত ইয়াছিন মিয়া (১৭) উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। 

ওসি আবুল কালাম জানান, পাশের দুর্গাপুর উপজেলা থেকে বালু আনার জন্য ভোরে লরি নিয়ে বাড়ি থেকে বের হন ইয়াছিন মিয়া। পথে হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে তিনি লরিটির নিয়ন্ত্রণ হারান। 

“এতে লরিটি উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। প্রাণ হারান ইয়াছিন।” 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা লরিটি ও চালক ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন। 

ওসি কালাম আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় ইয়াছিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।