মাইক্রোবাসে থাকা ওই শিক্ষার্থী চিৎকার করলে পুলিশ গাড়িটির গতিরোধ করে।
Published : 26 Feb 2024, 12:20 AM
ঝালকাঠি থেকে মাইক্রোবাসে করে ‘তুলে নিয়ে’ যাওয়ার সময় পিরোজপুর জেলা কারাগারের সামনে থেকে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে একটি মাইক্রোবাস থামিয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করার কথা জানান সদর থানার ওসি (তদন্ত) মো. জুলফিকার আলী।
এ সময় মাইক্রোবাসে থাকা শাওন হাওলাদার ও মাহিম হাওলাদারকে আটক করা হয়, যারা ‘অপহরণের’ সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা বলতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
শাওনের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা গ্রামে এবং মাহিম একই উপজেলার রাজাপুর বাজার এলাকার বাসিন্দা।
ওসি জুলফিকার বলেন, ঝালকাঠির রাজারপুর থেকে ওই কলেজ ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই শিক্ষার্থী জেলা কারাগারের সামনে চিৎকার করলে পুলিশ গাড়িটির গতিরোধ করে অপহরণের চেষ্টা ভেস্তে দেয়।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।