জব্দ করা হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গগুলো ফ্রিজে রাখা ছিল বলে জানায় কোস্টগার্ড।
Published : 21 Aug 2023, 09:49 PM
খুলনার কয়রায় সুন্দরবনে অবৈধ্ভাবে শিকার করা ১১ কেজি মাংসসহ দুটি হরিণের অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার ভোরে সুন্দরবনের গঙ্গাচরণ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে কোস্টগার্ড কয়রা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. হামিদুল ইসলাম জানান।
তিনি বলেন, গোপন খবরে জানা যায়, সুন্দরবন থেকে কয়েকজন ব্যক্তি হরিণ শিকার করে মাংসসহ হরিণের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গঙ্গাচরণ খালের পাশে অবস্থান করছেন।
পরে কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে হরিণের দুটি মাথা, দুটি চামড়া, আটটি পাসহ ১১ কেজি হরিণের মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের হামিদুল জানান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাংস বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় দুপুরে কয়রা আদালতে বন আইনে মামলার করা হয়েছে জানিয়ে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, জব্দ করা হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গগুলো ফ্রিজে রাখা ছিল।
কয়রা উপজেলার জোড়শিং ও আংটিহারা এলাকার হরিণ শিকারিদের ধরতে ঝুঁকি নিয়ে বনরক্ষীরা কাজ করছেন বলে জানান তিনি।