পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ অনেকটা পুড়ে গেছে বলে জানান ওসি।
Published : 21 Nov 2023, 12:55 PM
রাজশাহী মহানগরীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে পেট্রোল বোমার ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ অনেকটা পুড়ে গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর শিরোইল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান।
তিনি বলেন, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক নগরীর ওই এলাকার আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করা ছিল। ভোরে দুইটি মোটরসাইকেল ছয়জন দুর্বৃত্ত এসে ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়ে চলে যায়।
“স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ট্রাকটির সামনের অংশের অনেকটা পুড়ে যায়।”
সোহরাওয়ার্দী বলেন, কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। তবে তাদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে রোববার রাতে রাজশাহীর গোদাগাড়ীর উদপুর ও পুঠিয়ার ধোপাপাড়া এলাকায় পেট্রোল বোমা ছুঁড়ে চলন্ত দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।