১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে ওই ব্যক্তির নামে মামলা হয়েছিল বলে জানায় ঝালকাঠির পুলিশ।
Published : 28 Mar 2024, 10:53 AM
প্রতারণার মামলায় তিন মাসের সাজা এড়াতে ৪০ বছর আত্মগোপনে ছিলেন ঝালকাঠির এক ব্যক্তি।
সোমবার রাতে রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছিল আনোয়ারের বিরুদ্ধে। তৎকালীন সামরিক আদালতে (মার্শাল কোর্ট) আসামির অনুপস্থিতিতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আনোয়ার তখন ২৭ বছরের যুবক ছিলেন। এরপর সাজা এড়াতে তিনি ৪০ বছর পলাতক থাকেন। এখন তার বয়স ৬৭।
নলছিটি থানার ওসি আতাউর বলেন, মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতের মাধ্যমে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]