“স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”
Published : 30 Sep 2024, 03:20 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবতলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক সোহেল সারোয়ার জানান।
নিহতরা হলেন-সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, “মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলে করে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। পথে একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার।
“স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের গুরুতর অবস্থায় উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি কভার্ডভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।